শিগগিরই সব দলের সঙ্গে সংলাপ: সিইসি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মে ২০, ২০২২

শিগগিরই সব দলের সঙ্গে সংলাপ: সিইসি

 

শিগগিরই সব দলের সঙ্গে সংলাপ: সিইসি
শিগগিরই সব দলের সঙ্গে সংলাপ: সিইসি

নিজস্ব প্রতিবেদক


বিএনপিসহ শিগগিরই সব দলের সঙ্গে নির্বাচন নিয়ে সংলাপ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল।



শুক্রবার সকালে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২২ এর উদ্বোধনে শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।


সিইসি বলেন, আজ ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু হলো। এমন আরো অনেক কাজ রয়েছে। অচিরেই বিএনপিসহ সব দলকে আলোচনায় বসার জন্য আহ্বান জানানো হবে। এটা আগামী দুই-এক মাসের মধ্যেই হবে।


ইভিএম বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইভিএমের সক্ষমতা কতটুকু দরকার এবং ইভিএম নিয়ে আরো কিছু সভা সেমিনার করবো। তারপরে আমরা ইভিএম সক্ষমতা বাড়ানোর জন্য চিন্তা করবো। এই মুহূর্তে আমি একা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না।


ইভিএমে ৩০০ আসনে সক্ষমতা সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, এখন বলা সম্ভব নয়। তবে সামনে আলোচনার মাধ্যমে বোঝা যাবে। এছাড়া নির্বাচন কমিশনকে সর্বোচ্চ স্বাধীনতা দেওয়া হবে।








Post Top Ad

Responsive Ads Here