খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ২১, ২০২২

খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

 


খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক


খুলনা প্রতিনিধি 


টানা ৫ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার (২১ মে) ভোরে কালবৈশাখী ঝড়ে রেললাইনের ওপরে ভেঙে পড়া গাছ অপসারণ করার পর বেলা ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


চুয়াডাঙ্গার আলমডাঙ্গা স্টেশন মাস্টার নাজমুল হুসাইন বলেন, ভোরে কালবৈশাখীর তাণ্ডবে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও কুষ্টিয়ার হালসা রেলপথের মাঝামাঝি স্থানে রেললাইনের ওপর বেশকিছু গাছ ভেঙে পড়ায় সারাদেশের সঙ্গে খুলনার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ৫ ঘণ্টার ব্যবধানে গাছগুলো অপসারণ করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


এর আগে, ভোরে আলমডাঙ্গা উপজেলায় আধাঘণ্টার ও বেশি সময় ধরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চালায়। এতে উপজেলার কয়েকটি ইউনিয়নে কয়েকশ’ বাড়িঘরের চালা উড়ে যায়। বিদ্যুতের খুঁটিসহ উঠতি ফসল ধান, পান বরজে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।  


এছাড়াও কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কে গাছ ভেঙে পড়ায় সড়ক পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা সড়কের গাছ অপসারণ করলে যান চলাচল স্বাভাবিক হয়।  

Post Top Ad

Responsive Ads Here