
"ফেনীতে আবাসিক হোটেল থেকে ৮ রোহিঙ্গা গ্রেফতার | সময় সংবাদ"
ফেনী প্রতিনিধি
ফেনীতে একটি আবাসিক হোটেল থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী ৮ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের হোটেল গোল্ড স্টার-এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- কক্সবাজারের উখিয়া উপজেলার কতুপালং ক্যাম্প থেকে পালানো আবদুর শুক্কুর, শফি আলম, আব্দুল মান্নান, এনামুল হক, জামাল উদ্দিন, বালুখালী ১০নং ক্যাম্প থেকে পালানো নুরুল ইসলাম নুরু, মো. ইলিয়াস, নবী হোসেন।
ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোটেল গোল্ড স্টার-এর ৬ষ্ঠ তলার ৩৫৯ ও ৩৬০নং রুম এবং ৫ম তলার ২৫৮নং রুম থেকে ৮ জনকে আটক করা হয়। তারা পরিবার নিয়ে মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারের কুতুপালং ও বালুখালী ক্যাম্পে আশ্রয় নিয়েছিল। পরবর্তীতে রোহিঙ্গা ক্যাম্প থেকে কৌশলে পালিয়ে ফেনী শহরে ঢুকে মাদক বেচাকেনাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
তিনি আরো জানান, আটককৃত ৮ রোহিঙ্গার বিরুদ্ধে মামলা করে শুক্রবার বিকেলে ফেনীর আদালতে সোর্পদ করা হয়েছে।
