স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ মারা গেছেন | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুন ২৯, ২০২২

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ মারা গেছেন | সময় সংবাদ

 

"স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ মারা গেছেন | সময় সংবাদ"

নিজস্ব প্রতিবেদক 


বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ সিঙ্গাপুরের মাউন্ট এ্যলিজাবেথ নোভেনা হাসপাতালে মারা গেছেন। 


স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী বলেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ মারা গেছেন। তার পরিবারের লোকজনের সঙ্গে কথা হয়েছে। 


এ বিষয়ে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর কাছে জানতে চাইলে তিনি বলেন, মনে হচ্ছে তিনি আর বেঁচে নেই। তার সঙ্গে পরিবারের লোকজন আছেন। তবে হাসপাতাল থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছি।


এদিকে গত ১৫ জুন এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে উন্নত চিকিৎসার জন্য নির্মল রঞ্জন গুহকে সিঙ্গাপুর নেয়া হয়।


এর আগে, ১৩ জুন বুকে ব্যথা অনুভব করলে নির্মল রঞ্জন গুহকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর মস্তিষ্কে রক্তক্ষরণ এবং হার্টে ব্লক ধরা পড়ে। হাসপাতালে তার হৃৎপিণ্ডে স্টেন্ট বসানো হয়। কিন্তু অবস্থার অবনতি ঠেকানো যায়নি।


এরপর উন্নত চিকিৎসার জন্য নির্মল রঞ্জন গুহকে গত ১৫ জুন এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে সিঙ্গাপুর নেয়া হয়।





Post Top Ad

Responsive Ads Here