"নিখোঁজের ১৮ দিন পর মিলল স্কুলছাত্রের গলিত লাশ | সময় সংবাদ"
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা জেলার হোমনা উপজেলায় নিখোঁজ হওয়ার ১৮ দিন পর হৃদয় নামে এক স্কুলছাত্রের গলিত লাশ অংশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার নয়াগাঁও গ্রাম সংলগ্ন নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠে।
হোমনা থানা পুলিশ বলছে, লাশ অনেকদিন পানিতে থাকার ফলে বিকৃত হয়ে গেছে। প্রাথমিকভাবে পরনের প্যান্ট দেখে স্বজনরা লাশ নিখোঁজ হৃদয়ের বলে শনাক্ত করেন। হৃদয় উপজেলার আছাদপুর হাজী সিরাজদ্দৌলা ফারুকী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ও উপজেলার চিৎপুর গ্রামের প্রবাসী নাছির উদ্দিনের ছেলে।
মৃতের চাচা এনায়েত উল্লাহ বলেন, গত ১১ জুন দুপুরে নিজ বাড়ি থেকে বের হয়ে হৃদয় আর ঘরে ফেরেনি। পরে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে গত ১২ জুন হোমনা থানায় একটি জিডি করি।
তিনি আরো বলেন, এ ঘটনায় মামলা করা হবে। এদিকে হৃদয়ের লাশ উদ্ধারের পর তার স্কুলের সহপাঠীসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে।
হোমনা থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, পানি থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরনের প্যান্ট দেখে পরিবারের লোকজন লাশ নিখোঁজ হৃদয়ের বলে শনাক্ত করেন। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।