হবিগঞ্জে বন্যার্তদের মাঝে এলজিইডি’র ত্রাণ বিতরণ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুন ২৯, ২০২২

হবিগঞ্জে বন্যার্তদের মাঝে এলজিইডি’র ত্রাণ বিতরণ | সময় সংবাদ

 

"হবিগঞ্জে বন্যার্তদের মাঝে এলজিইডি’র ত্রাণ বিতরণ | সময় সংবাদ"

হবিগঞ্জ প্রতিনিধি 


হবিগঞ্জের বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার বন্যাদুর্গত এলাকায় ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। প্রতি পরিবারে চাল, ডাল, লবণ, পেঁয়াজ ও খাওয়ার স্যালাইন দেওয়া হয়েছে।


বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত আজমিরীগঞ্জ উপজেলার বন্যা দুর্গত বিজয়কান্দি, পূর্ব বিজয়পুর, পিরিজপুর ও কাটাখালী এবং বানিয়াচং উপজেলার মার্কুলী এলাকায় এই ত্রাণ বিতরণ করা হয়।


ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন এলজিইডি হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী আব্দুল বাছির, সিনিয়র সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী ফরহাদ আমিন ভূঁইয়া, উপ-সহকারী প্রকৌশলী দিলীপ কুমার দাশ, হবিগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী শাকিব আল হাফিজ, বানিয়াচং উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম প্রমুখ।


সিনিয়র সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, সিলেটে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে কয়েকদিন আগে হবিগঞ্জ এলজিইডির পক্ষ থেকে সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করা হয়। আজ হবিগঞ্জে বিতরণ করা হলো, আমরা ভবিষ্যতেও অসহায় মানুষদের সহায়তার প্রচেষ্টা অব্যাহত রাখব।




Post Top Ad

Responsive Ads Here