পরীক্ষা দিতে যাওয়ার সময় ট্রেনে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ চেষ্টা | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুন ২৮, ২০২২

পরীক্ষা দিতে যাওয়ার সময় ট্রেনে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ চেষ্টা | সময় সংবাদ

 

"পরীক্ষা দিতে যাওয়ার সময় ট্রেনে বিশ্ববিদ্যালয়ছাত্রীকে ধর্ষণচেষ্টা | সময় সংবাদ"

চট্টগ্রাম প্রতিনিধি 


চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. বাবুল (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ।


মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে নগরের বটতলী রেলওয়ে স্টেশন এলাকায় চবির তৃতীয় বর্ষের এক ছাত্রীর সঙ্গে ঘটনা ঘটে।


জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ট্রেনের দ্বিতীয় বগিতে উঠে ক্যাম্পাসে যাচ্ছিলেন ওই শিক্ষার্থী। ওই বগিতে দুইজন বহিরাগত ছিলেন। সুযোগ পেয়ে বাবুল ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। পরে ভুক্তভোগীর চিৎকার শুনে আশেপাশের মানুষ বাবুলকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে।


ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, আজ আমার পরীক্ষা ছিল। সকাল সাড়ে ৭টার শাটলে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলাম। তখন বহিরাগত এক ব্যক্তি আমার গায়ে হাত দেয়। আমি চিৎকার করে আশেপাশের মানুষকে ডাকি। পরবর্তীতে পরীক্ষা দিতে চলে যাই। এখন থানায় মামলা করতে এসেছি।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, সকালে আমাদের এক ছাত্রীকে শাটলে ধর্ষণচেষ্টা করা হয়। ছাত্রী বিষয়টি জানানোর পরই সঙ্গে সঙ্গে আমি থানায় যোগাযোগ করেছি। বিশ্ববিদ্যালয়ে লিখিত অভিযোগ করার পর ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। সহকারী প্রক্টরও সেখানে গেছেন যেন কোনো সমস্যা না হয়।


চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি নাজিম উদ্দীন বলেন, সকালে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা করেছেন বাবুল নামে এক ব্যক্তি। তাকে সকালে গ্রেফতার করা হয়। তার বাড়ি সিলেটে। বিকেলে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তাকে আদালতে সোর্পদ করা হবে।


প্রসঙ্গত, চলতি বছরের ১৪ এপ্রিল চবির শাটলে আরেক ছাত্রীকে ধর্ষণচেষ্টা করা হয়। রক্ষা পেতে চেষ্টা করলে ওই ছাত্রীকে আঘাত করে দুর্বৃত্তরা।





Post Top Ad

Responsive Ads Here