রাজধানীতে বিলাসবহুল রোলস রয়েস জব্দ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুলাই ০৬, ২০২২

রাজধানীতে বিলাসবহুল রোলস রয়েস জব্দ | সময় সংবাদ

 

"রাজধানীতে বিলাসবহুল রোলস রয়েস জব্দ | সময় সংবাদ"

নিজস্ব প্রতিবেদক 


শুল্ক ফাঁকির অভিযোগে রাজধানীর বারিধারা এলাকা থেকে একটি বিলাসবহুল রোলস রয়েস ব্র্যান্ডের গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

গাড়িটি রোলস রয়েস ২০২১ মডেলের অত্যাধুনিক এইউভি। গাড়িটি ৬৭৫০ সিসির, যার বাজার মূল্য ২৭ কোটি টাকা। গাড়িটি চট্টগ্রাম ইপিজেড থেকে বের করে ২৪ কোটি টাকা শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে।


শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক আহমেদুর রেজা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, রোলস রয়েস গাড়িটি গত ২৭ এপ্রিল চট্টগ্রাম ইপিজেডের মাধ্যমে আমদানি করা হয়েছিল। এরপর ১৭ মে রাতে শুল্ক পরিশোধ না করেই গাড়িটি ইপিজেড থেকে বের করে ঢাকার বারিধারায় নিয়ে আসা হয়।


উপ-পরিচালক আহমেদুর রেজা জানান, গত ৪ জুলাই পর্যন্ত এই গাড়ির শুল্ক জমা হয়নি। গোপন তথ্যের ভিত্তিতে আমদানিকারক প্রতিষ্ঠানের এমডির গুলশানের বারিধারার নিজ বাসভবনে লুকিয়ে রাখা অবস্থায় গাড়িটি জব্দ করা হয়েছে। জব্দ করা রোলস রয়েসটি শুল্কমুক্ত সুবিধার আওতায় পড়বে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।


জেড অ্যান্ড জেড ইনটাইমস লিমিটেডের মাধ্যমে হংকং এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত একটি প্রতিষ্ঠানের জন্য গাড়িটি আনা হয়। কিন্তু আমদানিকারক বেআইনিভাবে কাস্টমস শুল্কায়ন সম্পন্ন এবং শুল্ক-কর পরিশোধ না করে তার ব্যক্তিগত গ্যারেজে গাড়িটি লুকিয়ে রাখেন।


কাস্টমস আইন অনুযায়ী গাড়িটি জব্দ করা হয়েছে। একই সঙ্গে কী কারণে আমদানি করা গাড়িটি ছাড় হওয়ার ৭০ দিন পরও শুল্কায়ন হয়নি, সে বিষয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অনুসন্ধান চলমান রয়েছে বলে জানান উপ-পরিচালক আহমেদুর রেজা।




Post Top Ad

Responsive Ads Here