
"সাত টাকা বেশি নিয়ে ৪০ হাজার টাকা জরিমানা গুনল ফার্মেসি | সময় সংবাদ"
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওষুধের দাম বেশি নেয়ায় এক ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের জেলেপাড়া এলাকায় এ অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।
তিনি বলেন, নাপা ৫০০ মিলিগ্রাম এক পাতা ট্যাবলেটের দাম আট টাকার স্থলে ১৫ টাকা নেয়ায় সৈনিক ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এমন অভিযান চালানো হবে।
