পশুর হাটে পুলিশের ওপর হামলায় গ্রেফতার ৩ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুলাই ০৭, ২০২২

পশুর হাটে পুলিশের ওপর হামলায় গ্রেফতার ৩ | সময় সংবাদ

 

"পশুর হাটে পুলিশের ওপর হামলায় গ্রেফতার ৩ | সময় সংবাদ"

নারায়ণগঞ্জ প্রতিনিধি 


জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে ফোন পেয়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পশুর হাটে অভিযান চালায় পুলিশ। এ সময় জোর করে ট্রাক থেকে গরু নামাতে বাধা দিলে পুলিশের ওপর হামলা চালান হাট ইজারাদারের লোকজন। এতে এসআই মিজানুর রহমান আহত হয়েছেন। 

বুধবার ভোরে ফতুল্লার ভূইগড় এলাকার মানিক চাঁনের হাটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সুজন সরদার, অপু কাজী ও সোহেল নামে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আহত এসআই মিজানুর রহমান বাদী হয়ে রাতে ১৭ জনের নাম উল্লেখ করে ৩৭ জনের বিরুদ্ধে মামলা করেন।

 

মামলায় উল্লেখ করা হয়, বুধবার ভোর ৪টার দিকে লিংক রোড দিয়ে নারায়ণগঞ্জে ট্রাকযোগে গরু আসার পথে মানিক চাঁনের লোকজন তাদের আটকে জোর করে গরুর হাটে নামানোর চেষ্টা করছেন বলে ৯৯৯ - এ ফোন আসে। খবর পেয়ে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং ট্রাক থেকে গরু নামাতে বাধা দেয়। এতে মানিক চাঁনের লোকজন ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করেন। এ সময় ইটের আঘাতে এসআই মিজানুর রহমান আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে এসআই মিজানুর রহমানকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে লাঠি ও ইটের টুকরোসহ তিনজনকে গ্রেফতার করে।


এলাকাবাসীর অভিযোগ, উপজেলা প্রশাসন থেকে ফতুল্লার সাইনবোর্ড শান্তিধারা ও ভূইগড় এলাকায় মাঠের মধ্যে প্রতিবছর পশুর হাট বসানোর ইজারা নেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। কিন্তু তারা মাঠে হাট না বসিয়ে জনসাধারণের চলাচলের সড়কে হাট বসান। এমনকি বাসা-বাড়ি থেকে বের হওয়ার ফটকেও গরু-ছাগল বেঁধে রাখেন তারা। কেউ প্রতিবাদ করলে তার বাড়ির ফটকে তালা দেওয়ার হুমকি দেন ইজারাদারের সন্ত্রাসীরা।


মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) কাজী মাসুদ জানান, এ ঘটনায় মামলা হয়েছে। তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।




Post Top Ad

Responsive Ads Here