ব্লগার অনন্ত বিজয় হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফয়সাল ভারতে গ্রেফতার | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুলাই ০৬, ২০২২

ব্লগার অনন্ত বিজয় হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফয়সাল ভারতে গ্রেফতার | সময় সংবাদ

 

"ব্লগার অনন্ত বিজয় হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফয়সাল ভারতে গ্রেফতার | সময় সংবাদ"

নিউজ ডেস্ক


সিলেটে লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফয়সাল আহমদকে গ্রেফতার করা হয়েছে। গত ১ জুলাই ভারতের বেঙ্গালুরুর বোম্মনাহাল্লিতে তিনি গ্রেফতার হন। 


বুধবার কলকাতা পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা। 


এর আগে, ৩ জুলাই ফয়সাল আহমেদকে কলকাতায় নেয়া হয়। প্রতিবেদনে আরো বলা হয়েছে, তাকে এবার বাংলাদেশ পুলিশের হাতে তুলে দেওয়া হবে।


জেরায় জানা গেছে, ব্লগার হত্যাকাণ্ডের সময়ে ফয়সাল ছিলেন মেডিকেলের ছাত্র। জড়িয়ে পড়েছিলেন আল-কায়দার ছায়া সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সঙ্গে। বিভিন্ন মাদরাসায় পড়ানোর আড়ালে জেহাদি মতাদর্শ ছড়িয়েছেন ফয়সাল। 


বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিমের এখন কোনো কার্যক্রম নেই। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এর আগে এ তথ্য জানিয়েছেন। 


২০১৫ সালের ১২ মে সিলেট নগরের সুবিদবাজারে কুপিয়ে মারা হয় বিজ্ঞানলেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশকে (৩২)। পেশায় ব্যাংকার অনন্ত ‘যুক্তি’ নামে একটি পত্রিকার সম্পাদক ছিলেন। বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিলের সাধারণ সম্পাদকও ছিলেন তিনি। 


গত মার্চে অনন্তের খুনের মামলায় সিলেটের সন্ত্রাস-বিরোধী ট্রাইবুনাল আবুল হোসেন, ফয়সাল আহমদ, মামুনুর রশীদ এবং আবুল খায়ের রশীদ আহমদকে মৃত্যুদণ্ড দেন। আবুল, ফয়সাল ও মামুনুর পলাতক ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here