গ্যাস ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জ্বালানি প্রতিমন্ত্রীর | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুলাই ০৭, ২০২২

গ্যাস ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জ্বালানি প্রতিমন্ত্রীর | সময় সংবাদ

 

"গ্যাস ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জ্বালানি প্রতিমন্ত্রীর | সময় সংবাদ"

নিজস্ব প্রতিবেদক


সবাইকে গ্যাস ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।



 

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের দাম বাড়ছে। আমাদের পর্যাপ্ত পাওয়ার প্লান্ট আছে। কিন্তু গ্যাস সরবরাহের অপ্রতুলতার কারণে আমরা সেসব পাওয়ার প্লান্টের উৎপাদন কমিয়ে দিয়েছি। গ্যাস ব্যবহার করে সার উৎপাদনে অগ্রাধিকার দিয়েছি। আমরা শিল্প-কারখানায় গ্যাস বেশি দেব। এ সময় তিনি সবাইকে গ্যাস ব্যবহারে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দেন।


তিনি বলেন, আমরা গত ছয়-সাত মাস ধরে লক্ষ্য করছি- বিশ্ব বাজারে তেলের দাম বাড়ছে। যে তেল আমরা ৭০-৭১ ডলারে কিনতাম, এখন সেটি ১৭১ ডলার হয়েছে। এটি আরো বাড়তির দিকেই যাচ্ছে।


জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, প্রথম থেকেই বলে আসছি তেলের দাম সমন্বয়ের দিকে যাব। কিন্তু আমাদের নিজস্ব অর্থে তেলের দামে ভর্তুকি দিয়ে যাচ্ছি। তারপরও একটা সময় এই বর্ধিত দাম সমন্বয় করতে হবে বলে মনে করছি।


তিনি আরো বলেন, তেলের দামের ঊর্ধ্বগতির কারণে বিশ্বের বিভিন্ন দেশ নানা ধরনের ব্যবস্থা নিয়েছে। তারা তেলের এই বাড়তি মূল্য সমন্বয় করছে।


আমাদের গ্যাস দিয়ে বিদ্যুতের ৬৪ শতাংশ উৎপাদন হয় জানিয়ে জ্বালানি প্রতিসন্ত্রী বলেন, বাংলাদেশের ৬৪ শতাংশ বিদ্যুতের প্লান্ট গ্যাস দিয়ে চলে। আমাদের নিজস্ব প্রাকৃতিক গ্যাসের উৎপাদন দিন দিন বাড়ানো হচ্ছে। অন্যদিকে এর মোট পরিমাণও কমছে। যে খনিগুলো থেকে গ্যাস পাচ্ছি- তা খুব স্বল্প পরিমাণে পাচ্ছি। এতে উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ অনেক কমছে।




Post Top Ad

Responsive Ads Here