
"চুলায় রান্না, ঘরে ফাঁস নিলেন রেনু | সময় সংবাদ"
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে চুলায় রান্না রেখেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রেনু বেগম নামে এক গৃববধূ।
মঙ্গলবার সকালে ভূঞাপুর উপজেলার অলোয়া ইউপির ভারই গ্রামে এ ঘটনা ঘটে। রেনু বেগম রহিজ উদ্দিনের স্ত্রী।
মৃতের চাচাতো ভাই জিন্নাহ আলী বলেন, চার বছর ধরে মানুসিক রোগে ভুগছিলেন রেনু। মঙ্গলবার সকালে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
মৃতের মা বলেন, রেনু মানুসিক ভারসাম্যহীন ছিল। মাঝে মধ্যে নিজের শরীরে নিজেই আঘাত করতো। এ নিয়ে চিকিৎসা করাতে চাইলেও সে চিকিৎসা নিত না। মঙ্গলবার সকালে রান্না ঘরে ভাত রান্না করছিল রেনু। একপর্যায়ে চুলায় ভাতের পাতিল রেখেই ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
ভূঞাপুর থানার ওসি ফরিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
