
"ফতুল্লায় গার্মেন্টস শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার | সময় সংবাদ"
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় নুর নবী নামে এক গার্মেন্টস শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে কাশিপুর শান্তিনগর মোড়স্থ মতিউর রহমানের বাসা থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত নুর নবী রংপুর জেলার গঙ্গাচড়া থানার হাবু কুটিল পাড়ার জহিরুল হকের পুত্র ও ফতুল্লা মডেল থানার কাশিপুর শান্তিনগর মোড়স্থ মতিউর রহমানের ভাড়াটিয়া।
ফতুল্লা মডেল থানার এসআই সোহাগ চৌধুরী জানান, নিহত নুর নবী ভোলাইল এন আর নামক গার্মেন্টসের শ্রমিক। তিনি রিনা নামে এক নারীকে বিয়ে করেছিলেন। তাদের সংসারে একটি পুত্র সন্তান রয়েছে। বনিবনা না হওয়ায় গত রমজানে নিহতের স্ত্রী চলে যায়। এরপর থেকে নুর নবী তার বোন জামাইয়ের সঙ্গে শান্তিনগর মোড়স্থ মতিউর রহমানের বাসায় বসবাস করতেন। স্ত্রী চলে যাওয়ার পর থেকে তিনি কিছুটা হতাশায় ভুগছিলেন। সোমবার রাত ১০টার দিকে নুর নবী রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। সকাল ৭টার দিকে নুর নবীর বোন ডাকতে গেলে কোনো সারা শব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পায়।
সকাল সাড়ে ১৯টার দিকে ফাঁস লাগানো নুর নবীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশের সুরহতাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
