"আড়িয়াল খাঁ নদে ভাসছিল যুবকের অর্ধগলিত মরদেহ | সময় সংবাদ "
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার চরলক্ষ্মীপুর এলাকার আরিয়াল খাঁ নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কালকিনি থানার ওসি শামীম হোসেন জানান, আড়িয়াল খাঁ নদে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, নিহতের পরিচয় এখনো জানা যায়নি। আড়িয়াল খাঁ নদের কোনো একটি অংশ থেকে মরদেহটি ভাসতে ভাসতে এখানে এসে পৌঁছেছে বলে ধারণ করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে হত্যার কারণ জানা যাবে।