ফরিদপুরে বেসরকারি হাসপাতালে সরকারি ঔষধ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ১০, ২০২২

ফরিদপুরে বেসরকারি হাসপাতালে সরকারি ঔষধ | সময় সংবাদ

ফরিদপুরে বেসরকারি হাসপাতালে সরকারি ঔষধ | সময় সংবাদ


 ফরিদপুর:

ফরিদপুর জেলা শহরের পুরাতন বাস স্ট্যান্ডে পিয়ারলেস (প্রাঃ) হাসপাতাল এ্যান্ড ডায়গনস্টিক সেন্টারে বিক্রয় নিষিদ্ধ সরকারি ঔষধ পাওয়ায় হাসপাতাল মালিক ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান (আসাদ)কে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। 


 ফরিদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এবং গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ সোহেল শেখ এই অভিযান পরিচালনা করেন।


তিনি জানান, পিয়ারলেস (প্রাঃ) হাসপাতাল এ্যান্ড ডায়গনস্টিক সেন্টারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ সরকারি ঔষধ পাওয়া যায়। হাসপাতালের পিছনে স্টল রুম এবং দ্বিতীয় তালায় একটি থাকার রুম থেকে তল্লাশি চালিয়ে সরকারি ইনজেকশনসহ ৪ প্রকার ঔষধ উদ্ধার করা হয়। 


ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ঔষধগুলোকে জব্দ করে মামলার আলামত হিসাবে রাখা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অভিযান করে হাসপাতাল কর্তৃপক্ষকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।


দীর্ঘদিন ধরে  সরকারি হাসপাতাল থেকে সরকারি ঔষধ গোপনে সংগ্রহ করে হাসপাতাল মালিক ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান (আসাদ) হাসপাতালে এনে রোগীদের কাছে চড়া দামে বিক্রি করতেন বলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।


এসময় সিভিল সার্জন অফিসের খাদ্য পরিদর্শক মোঃ বজলুর রশিদ খান, ওষুধ প্রশাসনের অফিস সহকারী শরিফ সাহেদ আররফসহ আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন।



মোঃরিফাত ইসলাম /সময় সংবাদ/নিউজ ডেস্ক


Post Top Ad

Responsive Ads Here