![]() |
| ফরিদপুরে চলছে ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট,বন্ধ বিআরটিসি | সময় সংবাদ |
নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবিতে শুরু হয়েছে ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট। শুক্রবার (১১ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই পরিবহন ধর্মঘট আগামীকাল শনিবার রাত ৮টা পর্যন্ত চলবে।
তবে বিএনপির একাধিক নেতাদের দাবী,আগামীকাল (১২ নভেম্বর) বিএনপির গনসমাবেশকে কেন্দ্র করেই এই ধর্মঘটের ডাক দিয়েছে জেলা মালিক সমিতি ঐক্য পরিষদ।তারা জানান, বিএনপির গণসমাবেশকে বাধাগ্রস্ত করার জন্যই বাস-মিনিবাস মালিক সমিতির ধর্মঘট।
ধর্মঘটে আঞ্চলিক ও দূরপাল্লার যাত্রীবাহী বাস ও মিনিবাস বন্ধ থাকবে। পাশাপাশি সরকারি পরিবহন বিআরটিসির (বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন) বাস চলাচলও বন্ধ থাকবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফরিদপুর বিভাগীয় গণসমাবেশের প্রধান সমন্বয়কারী ডা. এ জড এম ড. জাহিদ হোসেন বলেন, ফরিদপুরে বিএনপির গণসমাবেশকে বাধাগ্রস্ত করার জন্যই বাস-মিনিবাস মালিক সমিতির ধর্মঘট ডাকা হয়েছে। বাস-মিনিবাস মালিক সমিতি মহাসড়কে তিন চাকার যান চলাচল নিষিদ্ধের দাবিতে যে চিঠি দিয়েছিল, তাতে তারা ১০ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত দাবি মেনে নেওয়ার জন্য আল্টিমেটাম দিয়েছিল। কিন্তু তাদের সেই আল্টিমেটাম শেষ হওয়ার আগেই তারা শহরে মাইকিং করে বাস ধর্মঘটের কথা জানিয়ে দিয়েছে। এটি যে সরকারেরই একটি পাতানো খেলা, এতে সেটিই প্রমাণ হয়ে গেছে।
ফরিদপুর বিআরটিসি বাস পরিবহনের সহকারী পরিচালক মামুন হাসান গণমাধ্যমে বলেন, শুক্র ও শনিবার ফরিদপুর থেকে সব পথে বিআরটিসি বাস চলাচল বন্ধ থাকবে। মহাসড়কে সব প্রকার অবৈধ থ্রি-হুইলার বন্ধের দাবিতে এই ধর্মঘট আহ্বান করা হয়েছে। আমরাও এই দাবির প্রতি সংহতি প্রকাশ করছি।
এর আগে, ১০ নভেম্বরের মধ্যে বেশ কিছু দাবির বাস্তবায়ন চেয়ে জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্যাডে ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম নাসির স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়।
এতে জানানো হয়, দাবি বাস্তবায়ন না হলে ১১ নভেম্বর সকাল ৬টা থেকে ১২ নভেম্বর রাত ৮টা পর্যন্ত টানা ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলবে।
এ ব্যাপারে জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম নাসির বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের পদক্ষেপ নেওয়ার জন্য ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) অতুল সরকারের মাধ্যমে ঢাকা বিভাগীয় কমিশনার বরাবর গত ৭ নভেম্বর চিঠি দিয়ে আমাদের দাবি মেনে নেওয়ার অনুরোধ জানিয়েছিলাম। তবে সেই দাবি মানা হয়নি। ফলে শুক্রবার ভোর ৬টা থেকে ১২ নভেম্বর শনিবার রাত ৮টা পর্যন্ত ফরিদপুর জেলা বাস টার্মিনাল থেকে আঞ্চলিক বাস ও মিনিবাসসহ দূরপাল্লার পরিবহনের সব রুটের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

