রাঙ্গামাটিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্তিকরণ সংক্রান্ত সেমিনার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ০৭, ২০২২

রাঙ্গামাটিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্তিকরণ সংক্রান্ত সেমিনার

রাঙ্গামাটিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্তিকরণ সংক্রান্ত সেমিনার
রাঙ্গামাটিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্তিকরণ সংক্রান্ত সেমিনার


মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:

জন্ম নিবন্ধন যাতে সঠিক ও নিভূল হয় তার জন্য সকল ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও নিবন্ধনকারী প্রতিষ্ঠান গুলোকে কাজ করার আহবান জানানো হয়েছে। 


মঙ্গলবার সকালে রাঙ্গামাটি জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিতকরণ সংক্রান্ত সেমিনারে রাঙ্গামাটি জেলার প্রাক্তন জেলা প্রশাসক ও মন্ত্রী পরিষদ বিভাগের সম্বয়ন ও সংস্কার সচিব মোঃ সামসুল আরেফিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি  উপস্থিত থেকে এই কথা বলেন। 


রাঙ্গামাটি জেলা পরিষদ এনেক্স ভবনে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় মন্ত্রনালয়ের প্রাক্তন সচিব নজরুল ইসলাম, প্রাক্তন অতিরিক্ত সচিব মোঃ মঈন উদ্দিন, মন্ত্রী পরিষদ বিভাগের সিভিল রেজিষ্ট্রেশন উপ-সচিব মোহাম্মদ শহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে ন্যায় রাঙ্গামাটির মানুষের সংখ্যানুপাতিক সুযোগ-সুবিধা বরাদ্দ এবং সরকারের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিষয়টি জরুরি। কারণ দেশের ভবিষৎ পরিকল্পনা গ্রহণের জন্য এই জন্ম নিবন্ধন খ্বুই প্রয়োজন। শিশু জন্মের পর পর জন্ম নিবন্ধন করার অর্থ হল-রাষ্ট্রের খাতায় শিশুর নাম ওঠানো। শিশুর জন্ম নিবন্ধন হলে সরকারের ভবিষৎ পরিকল্পনা সঠিকভাবে নেওয়া সম্ভব হবে। তাই জনগণকে সচেতন করার মাধ্যমে জন্ম ও মৃত্যু নিবন্ধনের কাজ ত্বরান্বিত করার উপর জোর দেয়ার আহবান জানান বক্তারা।


সভায় রাঙ্গামাটি জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা গণ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবগণ উপস্থিত ছিলেন। 




Post Top Ad

Responsive Ads Here