মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে ফরিদপুরে বিএনপির বিভাগীয় পদযাত্রা কর্মসূচি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যকালে নিতাই রায় চৌধুরী এ কথা বলেন। শহরের কাঠপট্টিতে দলীয় কার্যালয় থেকে রাজবাড়ী রাস্তার মোড় পর্যন্ত এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।
পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে নিতাই রায় চৌধুরী আরো বলেন, বর্তমান সরকার বিচার বিভাগ ও রাষ্ট্রযন্ত্রকে কুক্ষিগত করে দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। দেশের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে।
বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এসময় তার বক্তব্যে বলেন, দেশের ১৭ কোটি মানুষকে নিয়ে বিএনপি একদফার আন্দোলন শুরু করেছে। যেকোন মূল্যে এই সরকারকে ক্ষমতা ছেড়ে যেতে হবে।
ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক মোদাররেস আলী ঈসার সভাপতিত্বে এসময় আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া ও সাবেক সংসদ সদস্য শাহ্ মো. আবু জাফর, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে শহরের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে মিছিল সহকারে বিএনপি সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও জাসাস সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে সমবেত হন। শহরের ম্যাটস ক্যাম্পাস থেকে বিশাল মিছিল সহকারে যুবদল নেতা মাহবুবুল হাসান পিংকুর নেতৃত্বে জাসাসের বহর সহকারে পদযাত্রায় যোগ দেয় যুবদলের নেতাকর্মীরা। এছাড়া শহরের সোনালী ব্যাংকের মোড় এলাকা থেকে কোতোয়ালি বিএনপি ও শহর বিএনপি'র উদ্যোগ একটি বহর যোগ দেয় বিএনপি'র অফিসে সামনে পদযাত্রায়।
এ উপলক্ষে সকাল থেকেই নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠে থানা রোডস্থ কার্যালয়। বেলা ১২ টার দিকে শুরুর পর লোকে লোকারণ্য হয়ে উঠে তাদের পদযাত্রা। প্রায় একঘন্টা পদযাত্রা শেষে দুপুর একটার দিকে পদযাত্রা শেষ হয়। ফরিদপুর মহানগর ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এতে যোগ দেন।#