ফরিদপুরে শিশু মুরসালিন হত্যা মামলাটির রহস্য জট খুললো পিবিআই - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুলাই ২৫, ২০২৩

ফরিদপুরে শিশু মুরসালিন হত্যা মামলাটির রহস্য জট খুললো পিবিআই

 



সঞ্জিব দাস, ফরিদপুর :
ফরিদপুরে মধুখালীর ক্লুলেছ হত্যাকাণ্ডের শিকার শিশু মুরসালিন(১১) হত্যা মামলাটির রহস্য জট খুললো ফরিদপুর পিবিআই।


পিবিআই সূত্রে জানা যায়, ফরিদপুরের মধুখালী উপজেলার চন্দনা-বারাশিয়া নদীর পাড়ে সরদারপাড়া কালীমন্দিরে পাশে গত ২০২২ সালের ২৬ ডিসেম্বর একটি সাদা প্লাস্টিকের বস্তায় মানবদেহের মাথার খুলি সহ ৭০ পিচ হাড়গোড় উদ্ধার করে পুলিশ।‌ এরপর এ ঘটনায় মধুখালী থানার উপ পরিদর্শক সৈয়দ তোফাজ্জেল হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন মধুখালী থানায়। 


আদালত অধিকতর তদন্তের জন্য মামলাটির তদন্তভার পিপিআই এর উপর ন্যাস্ত করে। মামলাটির তদন্তভার এস.আই (নিঃ) রামপ্রসাদ ঘোষের উপর দেন জেলা পিবিআই এর পুলিশ সুপার।


তদন্তভার পেয়েই তিনি, অজ্ঞাতনামা হাড়গোড় এর ডিএনএ প্রোফাইল এর সহিত আশাপুর এলাকার ইতি খাতুন ও স্বামী মোঃ আশরাফুল শেখ দ্বয়ের ডিএনএ নমুনা সংগ্রহ করে ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরী বাংলাদেশ পুলিশ, মালিবাগ ঢাকায় প্রেরন করা হয়। “ডিএনএ পরীক্ষায়, অজ্ঞাত মৃতদেহর হাড় (Exhibit 3) হতে একজন পুরুষের পূনার্ঙ্গ ডিএনএ প্রোফাইল পাওয়া যায়। ডিএনএ পরীক্ষায় প্রমানিত হয় যে, অজ্ঞাত মৃতদেহ আশরাফুল শেখ এবং মোসাঃ ইতি খাতুন যুগলের সন্তান মুরসালিন (১১)।

এই ঘটনার পর তথ্যপ্রযুক্তি সহায়তায় ঘটনার মূল অভিযুক্ত মুরসালিনের সৎ পিতা মোঃ মিজানুর রহমানকে ২৩ জুলাই মাগুরা জেলার শ্রীপুর থানার ওয়াবদা মোড় এলাকা হতে গ্রেফতার করে পিবিআই।


এ বিষয়ে পিবিআই এর ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ জানান, এ হত্যাকাণ্ডের ঘটনা উদঘাটনের জন্য একটি শক্তিশালী টিম গঠন করা হয় পিবিআই ফরিদপুরে। উক্ত টিম তদন্তকারী কর্মকর্তা এস.আই (নিঃ) রামপ্রসাদ ঘোষ কে মাঠে ঘাটে সহযোগিতা করে। নিহত মুরসালিন (১১) এর হত্যাকারী তারই সৎ পিতা মোঃ মিজানুর রহমানকে তথ্য প্রযুক্তির সহায়তায় বিগত ২৩ জুলাই মাগুরা জেলার শ্রীপুর থানার ওয়াবদা মোড় এলাকা হতে গ্রেফতার করা হয়। এরপর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আসামী মোঃ মিজানুর রহমান তারই সৎ ছেলে মুরসালিনকে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করে ০৫নং আমলী আদালতের বিচারক মোঃ ফরিদ উদ্দীন এর কাছে। তিনি আরো বলেন, মামলাটির তদন্ত কার্যক্রম অব্যহত রয়েছে।  

Post Top Ad

Responsive Ads Here