ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে এক সপ্তাহ মদের দোকান বন্ধ থাকবে: এসপি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫

ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে এক সপ্তাহ মদের দোকান বন্ধ থাকবে: এসপি

ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে এক সপ্তাহ মদের দোকান বন্ধ থাকবে: এসপি
ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে এক সপ্তাহ মদের দোকান বন্ধ থাকবে: এসপি


ফরিদপুর প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর জেলায় এক সপ্তাহ সব মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল। এসময় তিনি আরও জানান, পূজার সময় কোনো ধরনের ডিজে পার্টি করা যাবে না। পূজা সংশ্লিষ্ট গান ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সঙ্গীতই বাজাতে হবে।


বুধবার (২৪ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।


এসপি আব্দুল জলিল বলেন, “পূজা উপলক্ষে জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি মন্দিরে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে এবং সম্ভব হলে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। পাশাপাশি পূজার সময় ইভটিজিং, কিশোর গ্যাং কিংবা গুজব ছড়িয়ে কোনো বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।”


সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আজমির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, সহসভাপতি সঞ্জিব দাস সহ আরো অনেকে।


Post Top Ad

Responsive Ads Here