চাঁদা না পেয়ে মাহিন্দ্রা স্ট্যান্ডে তাণ্ডব, যুবদল নেতা মাসুদুর রহমান গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫

চাঁদা না পেয়ে মাহিন্দ্রা স্ট্যান্ডে তাণ্ডব, যুবদল নেতা মাসুদুর রহমান গ্রেফতার

চাঁদা না পেয়ে মাহিন্দ্রা স্ট্যান্ডে তাণ্ডব, যুবদল নেতা মাসুদুর রহমান গ্রেফতার
চাঁদা না পেয়ে মাহিন্দ্রা স্ট্যান্ডে তাণ্ডব, যুবদল নেতা মাসুদুর রহমান গ্রেফতার


ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর সদর উপজেলায় চাঁদা না দেওয়ায় টেম্পু (মাহিন্দ্রা) স্ট্যান্ডে হামলা ও ভাঙচুরের ঘটনায় জেলা যুবদলের সহসভাপতি মাসুদুর রহমান ও তার সহযোগী আনন্দ শুভ্র রায়কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে শহরের ওয়্যারলেস পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।


এর আগে মঙ্গলবার রাতে ফরিদপুর জেলা মাহিন্দ্রা মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় যুবদল নেতা মাসুদুর রহমানকে ৬ নম্বর আসামি ও আনন্দ শুভ্র রায়কে ৭ নম্বর আসামি করা হয়।


অভিযোগে বলা হয়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় মাহিন্দ্রা স্ট্যান্ডে হামলা চালিয়ে ১৬টি মাহিন্দ্রা ভাঙচুর করেন যুবদল নেতা মাসুদুর রহমানের পক্ষের লোকজন। হামলায় বাধা দিলে চালকদের ওপর চড়াও হয়ে অন্তত ১০ জনকে মারধর করা হয়। আহতদের পরে হাসপাতালে ভর্তি করা হয়।


মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই সাহেব আলী বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।”


ফরিদপুর জেলা মাহিন্দ্রা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম এবং মালিক সমিতির নেতাদের অভিযোগ, রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর থেকে স্ট্যান্ডে প্রতিটি ট্রিপে ৫০ টাকা করে চাঁদা আদায় করছিলেন মাসুদুর রহমান। তবে মালিকরা গত ১৫ দিন ধরে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে হামলার ঘটনা ঘটে।



Post Top Ad

Responsive Ads Here