![]() |
| রাঙামাটিতে প্রলোভনে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাত, হাসপাতালে তরুণী |
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
রাঙামাটিতে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের পর জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন মমতাজ বেগম (২৬)।
গত ২৩ সেপ্টেম্বর দুপুর ১টা ৩০ মিনিটে রাঙামাটি জেনারেল হাসপাতালে জরায়ু সংক্রমণের কারণে ভর্তি হন মমতাজ বেগম। তবে ভর্তি করার সময় পরিবারের কেউ উপস্থিত ছিলেন না। বিষয়টি সন্দেহজনক মনে হলে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্যদের খবর দেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে মমতাজ জানান, তাঁর বাড়ি লংগদু উপজেলায়। স্বামীর সঙ্গে ডিভোর্সের পর রাজিব নামের এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় তাঁর। প্রায় এক বছর ধরে তাঁরা বিবাহবন্ধন ছাড়া চট্টগ্রামের বিভিন্ন জায়গায় একসঙ্গে বসবাস করছিলেন। এ সময়ে মমতাজ বেগম অন্তঃসত্ত্বা হন।
তবে গত ২ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাজিব জোরপূর্বক তাঁর গর্ভপাত করান। এরপর থেকেই তিনি জরায়ুর সংক্রমণজনিত সমস্যায় ভুগছিলেন এবং শেষমেশ রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি হন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. শওকত আকবর জানান, “রোগীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। যেকোনো সময় অনাকাঙ্কিত পরিস্থিতি ঘটতে পারে। পরিবারের কাউকে পাওয়া যাচ্ছে না বলে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করা যাচ্ছে না।”
তিনি আরও জানান, রোগী বর্তমানে মহিলা ওয়ার্ডে ভর্তি আছেন। জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হলে কর্তব্যরত পুলিশ সদস্যরা নিজেরা উদ্যোগ নিয়ে এবি নেগেটিভ এক ব্যাগ রক্ত সংগ্রহ করেন।
হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা চিকিৎসার পাশাপাশি ভিকটিমের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। একই সঙ্গে ঘটনাটিকে গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

