‘পাড়ায় ধরে মেরে ফেলব’ সালথায় সংবাদিককে শ্রমিক-যুবদল নেতার হুমকি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫

‘পাড়ায় ধরে মেরে ফেলব’ সালথায় সংবাদিককে শ্রমিক-যুবদল নেতার হুমকি

 

‘পাড়ায় ধরে মেরে ফেলব’ সালথায় সংবাদিককে  শ্রমিক-যুবদল নেতার হুমকি
‘পাড়ায় ধরে মেরে ফেলব’ সালথায় সংবাদিককে  শ্রমিক-যুবদল নেতার হুমকি


ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় এক সাংবাদিককে প্রকাশ্যে প্রাণে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় শ্রমিকদল ও যুবদল নেতাদের বিরুদ্ধে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সালথা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি শফিকুল ইসলামকে এই হুমকি দেওয়া হয়।


অভিযোগে জানা যায়, সালথা উপজেলা শ্রমিকদলের সভাপতি কালাম বিশ্বাস এবং যুবদল নেতা পরিচয়ধারী বালাম দাই এ সময় শফিকুল ইসলামকে লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। তাদের সঙ্গে আরও কয়েকজন সহযোগীও উপস্থিত ছিলেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের একটি দোকান ভাড়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে সালিশ বৈঠকের সময় এ ঘটনা ঘটে। সালিশ চলাকালে বালাম দাই ও কালাম বিশ্বাস সাংবাদিক শফিকুল ইসলামকে উদ্দেশ্য করে বলেন, “সাংবাদিক হয়ে বেশি বাড়াবাড়ি করিস, পাড়ায় ধরে মেরে ফেলবো।”


শফিকুল ইসলামের বড় ভাই ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি মো. রেজাউল করিম এগিয়ে এলে তাকেও মারধরের চেষ্টা করা হয়। পরে সালথা প্রেসক্লাবের অন্য সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


এ ঘটনায় রাতে সালথা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন সাংবাদিক শফিকুল ইসলাম।


সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, “ঘটনার বিষয়ে অবগত হয়েছি। বর্তমানে দুর্গাপূজা ডিউটিতে বাইরে আছি। থানায় ফিরে অভিযোগটি খতিয়ে দেখা হবে।”


সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, “সাংবাদিকদের প্রাণনাশের হুমকি গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য বড় ধরনের হুমকি। আমরা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”



Post Top Ad

Responsive Ads Here