জাতীয় সম্মাননা: ঝিনাইদহের ‘সেরা প্রধান শিক্ষক’ শাহনাজ পারভিন রিপার সাফল্য - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫

জাতীয় সম্মাননা: ঝিনাইদহের ‘সেরা প্রধান শিক্ষক’ শাহনাজ পারভিন রিপার সাফল্য

 

জাতীয় সম্মাননা: ঝিনাইদহের ‘সেরা প্রধান শিক্ষক’ শাহনাজ পারভিন রিপার সাফল্যে
জাতীয় সম্মাননা: ঝিনাইদহের ‘সেরা প্রধান শিক্ষক’ শাহনাজ পারভিন রিপার সাফল্য 

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ জেলার শিক্ষা ক্ষেত্রে নতুন পালক যুক্ত হলো। ঝিনাইদহ পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ও আইসিটি ফর এডুকেশন (ICT4E) জেলা অ্যাম্বাসেডর শাহনাজ পারভিন রিপা এ বছর আইপিডিসি-প্রথম আলো শিক্ষক সম্মাননা-২০২৫–এর জন্য নির্বাচিত হয়েছেন।


এই অর্জনের খবর ছড়িয়ে পড়তেই ঝিনাইদহ শহরসহ তাঁর নিজ এলাকা হরিণাকুণ্ডু ও শ্বশুরবাড়ির এলাকা শৈলকুপায় আনন্দের বন্যা বইছে। এলাকাবাসী, সহকর্মী ও শিক্ষানুরাগীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।


শাহনাজ পারভিন রিপা ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পোড়াহাটি গ্রামের কৃতি সন্তান। তিনি শৈলকুপা উপজেলার মাইলমারি গ্রামের বিশিষ্ট ব্যাংকার মো. রফিকুল ইসলামের সহধর্মিণী।


শিক্ষা উন্নয়ন ও ডিজিটাল শিক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে এর আগে জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক’ নির্বাচিত হয়েছিলেন তিনি। বিশেষ করে ডিজিটাল ক্লাসরুম প্রতিষ্ঠা, আধুনিক শিক্ষণ পদ্ধতির প্রসার এবং আইসিটি ব্যবহার করে শিক্ষার মানোন্নয়নে তাঁর নিরলস প্রচেষ্টা তাকে আলাদা করে তুলেছে।


পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান হিসেবে তিনি শুধু পাঠদান নয়, শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষায় দক্ষ করে তুলতে কাজ করছেন। শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষা মহলে তিনি ইতোমধ্যেই একজন অনুপ্রেরণার প্রতীক।


শিক্ষক সম্মাননা-২০২৫ প্রাপ্তির খবরে তাঁর সহকর্মী ও এলাকাবাসী ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানিয়েছেন।



Post Top Ad

Responsive Ads Here