![]() |
| রাঙামাটিতে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার |
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
শারদীয় দুর্গোৎসব ২০২৫ উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোতোয়ালী থানাধীন শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পূজামণ্ডপে পৌঁছালে পুলিশ সুপারকে স্বাগত জানান পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। এ সময় তিনি উপস্থিত সকলকে শারদীয় শুভেচ্ছা জানান এবং পূজায় আগত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। কর্তব্যরত পুলিশ সদস্যদের প্রতি তিনি পূজার সময় নিরাপত্তা জোরদার ও দায়িত্ব পালনে সতর্ক থাকার নির্দেশনা দেন।
এ সময় রাঙামাটি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিনও উপস্থিত ছিলেন।
রাঙামাটি জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

