রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

 

রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন
রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন দৌড়, র‍্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।


দিনের শুরুতে পর্যটন কমপ্লেক্স থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর জিমনেশিয়াম থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে জেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।


জেলা পরিষদের এনেক্স ভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেব প্রসাদ দেওয়ান।

সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ সদস্য মো. হাবীব আজম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—রাঙামাটি সদর সেনা জোনের বিদায়ী জোন কমান্ডার লে. কর্নেল মো. জুনাইদ উদ্দিন শাহ চৌধুরী,নবাগত জোন কমান্ডার লে. কর্নেল মো. একরামুল রাহাত,ট্যুরিস্ট পুলিশ রাঙামাটি রিজিয়নের পুলিশ সুপার খায়রুল আমিন।


মূল প্রবন্ধ উপস্থাপন করেন এ বছর ট্যুরিজম মিডিয়া ফেলোশিপ সম্মাননা প্রাপ্ত সাংবাদিক ইয়াছিন রানা সোহেল।


এছাড়া বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষাবিদ নীরুপা দেওয়ান, রাঙামাটি প্রেসক্লাব সভাপতি আনোয়ার আল হক, জেলা পরিষদ সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান, নাইপ্রু মারমা এবং বৈশালী চাকমা।


স্বাগত বক্তব্য দেন রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা।অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্যুর অপারেটর এসোসিয়েশন অব রাঙামাটির সভাপতি বাদশা ফয়সাল এবং রাঙামাটি বেতারের উপস্থাপিকা চৈতি ঘোষ।


আলোচনা সভা শেষে পর্যটন খাতে অবদান রাখার জন্য কয়েকটি সম্মাননা প্রদান করা হয়-

পর্যটন ব্যক্তিত্ব: লেখক ইয়াছিন রানা সোহেল

সেরা রিসোর্ট: রাঙ্গাদ্বীপ

সেরা কন্টেন্ট ক্রিয়েটর: আল আমিন সাজিদ


এছাড়াও মাসব্যাপী ট্যুর গাইড প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী ও ম্যারাথন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


Post Top Ad

Responsive Ads Here