ছাগল চোরের হেদায়াতের জন্য মধুখালীতে মাইকিং করে মিলাদ মাহফিল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

ছাগল চোরের হেদায়াতের জন্য মধুখালীতে মাইকিং করে মিলাদ মাহফিল

 

ছাগল চোরের হেদায়াতের জন্য মধুখালীতে মাইকিং করে মিলাদ মাহফিল
ছাগল চোরের হেদায়াতের জন্য মধুখালীতে মাইকিং করে মিলাদ মাহফিল

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালীতে ছাগল চোরের হেদায়াতের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ছাগলের মালিক। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তিনি মাইকিং করে গ্রামবাসীকে আমন্ত্রণ জানিয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।


মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা আলামিন জমাদ্দার ওরফে সবুজ (৩৬) এ আয়োজন করেন। 


তিনি জানান, “চোর হয়তো অভাব বা লোভের কারণে অপরাধে জড়িয়েছে। আমি যদি তাকে গালমন্দ করি, তবে আমার সঙ্গে তার কোনো পার্থক্য থাকবে না। আমি চাই সে নিজের ভুল বুঝে ফিরে আসুক।”


এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে আলামিন জমাদ্দারের দুটি ছাগল চুরি হয়ে যায়। তিনি খোঁজাখুঁজি করলেও থানায় কোনো অভিযোগ করেননি। এখনো ছাগল দুটি উদ্ধার হয়নি।


চোরের হেদায়াত কামনায় শুক্রবার জুমার নামাজ শেষে আলামিনের বাড়ির পাশের মসজিদ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তি, মাদ্রাসার শিক্ষার্থী ও অসংখ্য মুসল্লি অংশ নেন। দোয়ার পর অতিথিদের তেহারি খাওয়ানো হয়।


রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন মিয়া বলেন, “ও (আলামিন) ঢাকায় নাটক-ফাটক করে বেড়ায়। দুই মাস আগে তার ছাগল চুরি হয়েছিল। আজ হঠাৎ কী মনে করে ছাগল চোরের হেদায়াতের জন্য মিলাদ মাহফিল করল, তা বোঝা কঠিন।”



Post Top Ad

Responsive Ads Here