হবিগঞ্জে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় জিরা বোঝাই ট্রাক আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

হবিগঞ্জে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় জিরা বোঝাই ট্রাক আটক

হবিগঞ্জে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় জিরা বোঝাই ট্রাক আটক
হবিগঞ্জে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় জিরা বোঝাই ট্রাক আটক

 


মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ একটি ট্রাক আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) রাত্রীতে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ সদর উপজেলার মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। সন্দেহভাজন একটি ট্রাক আটক করে তল্লাশি চালালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দকৃত জিনিসপত্রের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।


হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “চোরাকারবারীরা যতই কৌশল পরিবর্তন করুক না কেন, বিজিবি কঠোর অবস্থানে থেকে চোরাচালান প্রতিরোধ করবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


জব্দকৃত ট্রাক ও ভারতীয় জিরা আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে।


উল্লেখ্য, চলতি সেপ্টেম্বর মাসেই ৫৫ বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৮ কোটি ৭৭ লক্ষ টাকার অধিক মূল্যের ভারতীয় পণ্যসামগ্রী, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়েছে।




Post Top Ad

Responsive Ads Here