ফরিদপুরের বাকপুরায় বিনামূল্যে চিকিৎসা নিলেন কয়েকশত মানুষ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

ফরিদপুরের বাকপুরায় বিনামূল্যে চিকিৎসা নিলেন কয়েকশত মানুষ

 

ফরিদপুরের বাকপুরায় বিনামূল্যে চিকিৎসা নিলেন কয়েকশত মানুষ
ফরিদপুরের বাকপুরায় বিনামূল্যে চিকিৎসা নিলেন কয়েকশত মানুষ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুর উপজেলার সীমান্তঘেঁষা বাকপুরায় বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়েছেন কয়েকশ মানুষ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে তাজিয়া কবীর ফাউন্ডেশনের উদ্যোগে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।


বাকপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে মেডিসিন, কিডনি, বাতরোগ, গাইনী, শিশু ও অর্থোপেডিক বিভাগের আটজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ দেন।


সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এ কার্যক্রম। ভোর থেকেই চিকিৎসা নিতে শতাধিক মানুষ উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন করেন। পরে কয়েকশ মানুষ চিকিৎসা, প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ গ্রহণ করেন।


এ মহতী উদ্যোগে সহযোগিতা করেন ডা. তানিয়া কবির, গোলাম কবির ভূঁইয়া, ইঞ্জিনিয়ার আশরাফ চৌধুরী এবং মোহাম্মদ মাইনুল ইসলাম টিপু প্রমুখ।


আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও তারা নিয়মিত এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবেন।



Post Top Ad

Responsive Ads Here