খাগড়াছড়িতে ধর্ষণবিরোধী সমাবেশ থেকে সেনা টহল গাড়িতে হামলা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

খাগড়াছড়িতে ধর্ষণবিরোধী সমাবেশ থেকে সেনা টহল গাড়িতে হামলা

 

খাগড়াছড়িতে ধর্ষণবিরোধী সমাবেশ থেকে সেনা টহল গাড়িতে হামলা
খাগড়াছড়িতে ধর্ষণবিরোধী সমাবেশ থেকে সেনা টহল গাড়িতে হামলা

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির সিঙ্গিনালায় অষ্টম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের ঘটনার জেরে চলমান আন্দোলনের মধ্যে সেনাবাহিনীর একটি টহল গাড়ির ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের চেঙ্গি স্কয়ার এলাকায় এ হামলার ঘটনায় অন্তত তিন সেনা সদস্য গুরুতর আহত হন।


২৩ সেপ্টেম্বর সিঙ্গিনালায় এক ছাত্রী ধর্ষণের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরদিন ২৪ সেপ্টেম্বর জুম্ম ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ হয়। ২৫ সেপ্টেম্বর অর্ধদিবস সড়ক অবরোধের পর শুক্রবার সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে নারী নিপীড়নবিরোধী মিছিল বের হয়ে শহরের শাপলা চত্বরে সমাবেশে মিলিত হয়। পরে বিক্ষোভকারীরা চেঙ্গি স্কয়ারে অবস্থান নেয়।


প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুপুর ১২টার দিকে সমাবেশস্থল থেকে বের হওয়া একটি দল হঠাৎ সেনা টহল গাড়িকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা দিয়ে হামলা চালায়। এতে গাড়ির জানালার কাঁচ ভেঙে যায় এবং তিন সেনা সদস্য আহত হন। পাশাপাশি আশপাশের কয়েকটি দোকানেও হামলার ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, দোকান ভাঙচুরের সিসিটিভি ফুটেজও পাওয়া গেছে।


স্থানীয় বিশ্লেষকরা মনে করছেন, হামলা সরাসরি জুম্ম ছাত্র-জনতার ব্যানার থেকে চালানো হলেও এর পেছনে সশস্ত্র সংগঠন ইউপিডিএফের ইন্ধন থাকতে পারে। তাদের মতে, এ ধরনের ঘটনা পাহাড়ে বড় ধরনের সাম্প্রদায়িক সংঘাত তৈরির পরিকল্পনার অংশ হতে পারে।


ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।



Post Top Ad

Responsive Ads Here