
খাগড়াছড়িতে সেনা বহরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাল পিসিসিপি
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটি খাগড়াছড়িতে সেনাবাহিনীর গাড়িকে লক্ষ্য করে হওয়া হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মোঃ হাবীব আজম এই আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি জুম্ম ছাত্র-জনতার নামে আয়োজিত এক সমাবেশে সেনাবাহিনীর যানবাহনে আক্রমণ, পাথর নিক্ষেপ ও রাষ্ট্রবিরোধী স্লোগান প্রদানের ঘটনাগুলো কোনোভাবে সুশীল বা গণতান্ত্রিক আন্দোলনের পরিচায়ক নয়; বরং এগুলো সুপরিকল্পিত উসকানি ও ষড়যন্ত্রের অংশ। পিসিসিপি নেতারা এই ধরনের কার্যক্রমকে কঠোরভাবে নিন্দা জানান এবং জাতি-স্তরে শান্তি ও আইনের শাসন রক্ষার দাবী জানান।
ধর্ষণবিরোধী আন্দোলনের নাম ভাঙিয়ে সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে টার্গেট করা হচ্ছে, যা অনুচিত ও বিভ্রান্তিকর।
সত্যিকার ধর্ষণবিরোধী আন্দোলনের লক্ষ্য হওয়া উচিত অপরাধীদের বিচারের দাবী ও সামাজিক সচেতনতা সৃষ্টি করা; এ ধরনের মানবিক ইস্যু রাজনৈতিক ও অশুভ উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়।
পার্বত্য চট্টগ্রামে কিছু সশস্ত্র ও অশুভ শক্তি ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে; তাদের অপপ্রচার ও বিভ্রান্তিকর কার্যক্রম নিন্দনীয়।
হামলার সঙ্গে জড়িত ইউপিডিএফ ও সহযোগী সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জন্য সরকারকে দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
পিসিসিপি নেতারা বিবৃতিতে আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে নিরলসভাবে সহায়তা করে আসছে। জটিল ভৌগোলিক পরিবেশে তারা সকল সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে — অপরাধ দমন, দুর্যোগ মোকাবিলা, শিক্ষা ও স্বাস্থ্যসহ সামাজিক কাজে সেনাবাহিনী অবদান রাখছে। তাই সেনাবাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।
পিসিসিপি কেন্দ্রীয় কমিটির কঠোর প্রতিশ্রুতি - পার্বত্য অঞ্চলের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তারা সব ধরনের ষড়যন্ত্র ও উস্কানিমূলক কার্যকলাপ প্রতিহত করতে উদ্যোগ নেবে। পাশাপাশি হামলাকারীদের গ্রেফতারের জন্য সরকারের কাছে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তারা।
