![]() |
| মুন্সীগঞ্জের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার |
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবাসহ তুষার হাওলাদার (২৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
২৫ সেপ্টেম্বর রাত ১০টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মো. রেজাউল কাজীর নেতৃত্বে পুলিশের একটি টিম মালখানগর চৌরাস্তায় রাহাত টেলিকমের সামনে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন অবস্থায় তুষার হাওলাদারকে আটক করা হয়। তার বাড়ি সিরাজদিখানের তাজপুর এলাকায়।
গ্রেফতারের পর দেহ তল্লাশিতে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে মাদকগুলো জব্দ করে তালিকাভুক্ত করা হয়েছে।
এ ঘটনায় সিরাজদিখান থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ বলেন, “মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

