
শৈলকূপায় আওয়ামী লীগ নেতার হাতে তিন সাংবাদিক লাঞ্ছিত, ঝিনাইদহ প্রেসক্লাবের নিন্দা
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকূপায় স্কুলের অনিয়ম নিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিক লাঞ্ছনার শিকার হয়েছেন। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা এনায়েত হোসেনের বিরুদ্ধে হুমকি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঝিনাইদহ প্রেসক্লাব।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শৈলকূপা উপজেলার ১৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে পরিচ্ছন্নতার কাজে টাকা নেওয়া হচ্ছে—এমন তথ্য যাচাই করতে তিন সাংবাদিক বিদ্যালয়ে যান।
তারা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুন্নাহার ও সহকারী শিক্ষকদের সঙ্গে কথা বলে অফিস কক্ষ থেকে বের হওয়ার সময় প্রধান শিক্ষকের স্বামী ও শৈলকূপা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এনায়েত হোসেন উপস্থিত হন। এ সময় তিনি সাংবাদিকদের গালিগালাজ করেন, শারীরিকভাবে আক্রমণের চেষ্টা করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন।
লাঞ্ছিত সাংবাদিকরা হলেন-
দেলোয়ার কবীর (রোভিং করেসপন্ডেন্ট, বাংলাদেশ পোস্ট)
এম বুরহান উদ্দীন (জেলা প্রতিনিধি, বাংলাদেশের খবর)
সুজন বিপ্লব (জেলা প্রতিনিধি, ভোরের আকাশ)
বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপুল চক্রবর্তী জানান, “তিন সাংবাদিক তথ্য সংগ্রহ শেষে বের হচ্ছিলেন। তখন প্রধান শিক্ষকের স্বামী এসে তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।”
প্রধান শিক্ষক নুরুন্নাহার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “তারা সবাই পূর্বপরিচিত। সম্পর্কের খাতিরে আমার স্বামী হয়তো এমন আচরণ করেছেন।”
শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাস বলেন, “সাংবাদিকদের কাজে বাধা ও লাঞ্ছিত করার ঘটনা অত্যন্ত দুঃখজনক। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে।”
সাংবাদিকদের ওপর এ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ঝিনাইদহ প্রেসক্লাব। প্রেসক্লাব সভাপতি আসিফ কাজল ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন বলেন, “এনায়েত হোসেনের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা না নিলে অবাধ তথ্য প্রবাহ ব্যাহত হবে।”
