রাঙ্গামাটি প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

রাঙ্গামাটি প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

রাঙ্গামাটি প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
রাঙ্গামাটি প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়



মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

রাঙ্গামাটি প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার।


২৫ সেপ্টেম্বর বুধবার, রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন।


মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ মাঠপর্যায়ে কাজ করবে, আর সাংবাদিকরা তথ্য প্রদান, প্রচার ও জনমত গড়ে তুলবে। দুই পক্ষ একসাথে কাজ করলে জেলা পর্যায়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক দমন এবং সামাজিক উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর হবে।” তিনি আরও উল্লেখ করেন, পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক আস্থা ও সমন্বয় সমাজের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সভায় সাইবার অপরাধ প্রতিরোধ, দুর্নীতি দমন, কাপ্তাই লেক ও পর্যটন উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং সংস্কৃতি সংরক্ষণ বিষয়ে খোলামেলা আলোচনা হয়।


এ সময় প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হকের নেতৃত্বে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



Post Top Ad

Responsive Ads Here