ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি স্থগিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫

ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি স্থগিত

ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি স্থগিত
ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি স্থগিত


ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গার দুটি ইউনিয়ন (আলগী ও হামিরদী) ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে চলমান আন্দোলনের অংশ হিসেবে মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি স্থগিত করেছে আন্দোলনকারীরা।


রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সঙ্গে আলোচনার পর আন্দোলনকারীরা এ ঘোষণা দেন। এর আগে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের আহ্বানে তারা আলোচনায় অংশ নেন।


আন্দোলনকারীরা জানান, শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যেই একাধিক মামলা করা হয়েছে এবং আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. সিদ্দিককে গ্রেপ্তার করা হয়েছে। তারা আশঙ্কা প্রকাশ করেন, আলোচনায় গেলে গ্রেপ্তার হতে পারেন। তবে ইউএনও তাদের শতভাগ নিশ্চয়তা দেন যে কাউকে হয়রানি বা গ্রেপ্তার করা হবে না।


পরে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুর জলিল ও এক সেনা কর্মকর্তা।


জেলা প্রশাসক জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বলেন, “জনগণের অনুভূতি আমরা বুঝেছি এবং সেভাবেই নির্বাচন কমিশনে চিঠি দিয়েছি। আদালতের রায় না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে বিরত থাকুন। তবে যারা সহিংসতায় জড়িত হয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না।”


ভাঙ্গা উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক রবীন সোহেল বলেন, “জেলা প্রশাসক ও ইউএনওর আবেদনের প্রেক্ষিতে আমরা হাইকোর্টের শুনানি না হওয়া পর্যন্ত চলমান অবরোধ কর্মসূচি স্থগিত ঘোষণা করছি।”


প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে বাদ দিয়ে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হলে আদালত ১৬ সেপ্টেম্বর নির্বাচন কমিশনকে ১০ দিনের মধ্যে জবাব দিতে রুল জারি করেন।আগামী ২৬ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।


Post Top Ad

Responsive Ads Here