পা দিয়ে লিখে এইচএসসি পাস করলেও পরিচয়পত্রের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন অদম্য জসিম - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫

পা দিয়ে লিখে এইচএসসি পাস করলেও পরিচয়পত্রের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন অদম্য জসিম

পা দিয়ে লিখে এইচএসসি পাস করলেও পরিচয়পত্রের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন অদম্য জসিম
পা দিয়ে লিখে এইচএসসি পাস করলেও পরিচয়পত্রের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন অদম্য জসিম



ফরিদপুর প্রতিনিধি:

দুটি হাত ছাড়াই জন্ম হলেও থেমে থাকেননি জসিম মাতুব্বর (২৫)। পা দিয়ে লিখে তিনি সাফল্যের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করেছেন। বর্তমানে পড়ছেন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষে। লেখাপড়ার পাশাপাশি কখনও ফলের ব্যবসা, আবার কখনও কাঁচামালের ব্যবসা করে নিজের জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি।


তবে শিক্ষা ও জীবনের নানা সংগ্রাম জয়ের পরও এবার থেমে গেলেন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের ক্ষেত্রে। জন্মনিবন্ধন সনদ ও বাবা-মায়ের এনআইডি থাকলেও শুধুমাত্র আঙুলের ছাপ দিতে না পারায় এখনো মেলেনি তার কাঙ্ক্ষিত এনআইডি কার্ড।


ফরিদপুরের নগরকান্দা উপজেলার তামলা ইউনিয়নের কদমতলী গ্রামের বাসিন্দা জসিম মাতুব্বর। ছোটবেলা থেকেই হাত না থাকলেও পড়াশোনা ছাড়েননি তিনি। অদম্য এই তরুণ ২০১৬ সালে একটি ভ্যানগাড়ি এবং ২০২২ সালে জেলা প্রশাসকের কাছ থেকে ৬০ হাজার টাকার পুরস্কার পান, যা তার জীবনের পথচলাকে আরও শক্তিশালী করেছে।


জসিম বলেন, “আমার দুটি হাত নেই। পা দিয়ে লিখে এইচএসসি পাস করেছি, এখন ডিগ্রি দ্বিতীয় বর্ষে পড়ি। কলেজের কাজে অনেক সময় এনআইডি দরকার হয়। অনেকবার আবেদন করেছি, কিন্তু আঙুলের ছাপ দিতে না পারায় এনআইডি হচ্ছে না। ২০২৩ সাল থেকে নির্বাচন অফিসে ঘুরছি, অনলাইনে আবেদনও করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। এখন হাল ছেড়ে দিয়েছি।”


নগরকান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাওন সাগর বলেন, “আমি নতুন দায়িত্ব পেয়েছি। যেহেতু ছেলেটির শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে, তার এনআইডি কার্ড করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।”


এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনি এ প্রতিনিধিকে জানান, “বিষয়টি নিয়ে নির্বাচন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। জসিম মাতুব্বর আমার কাছে এলে সর্বোচ্চ গুরুত্বসহকারে কাজটি করে দেওয়া হবে।”




Post Top Ad

Responsive Ads Here