সাবহেডলাইন: সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যমে উদ্ধার হওয়া ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি টাকার বেশি
![]() |
| হারানো ৫০টি মোবাইল ফোন মালিকদের কাছে ফেরত দিল রাঙামাটি পুলিশ |
রাঙামাটি জেলার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ৩টায় রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে মোবাইল ফোন হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন। সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাদিরা নূর।
পুলিশ জানায়, হারানো ফোনগুলোর সাধারণ ডায়েরি (জিডি) এর ভিত্তিতে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে দেশের বিভিন্ন স্থান থেকে ফোনগুলো উদ্ধার করেছে।
এ পর্যন্ত এ সেলের মাধ্যমে মোট ৫০৫টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১ লাখ টাকা।
হারানো ফোন ফেরত পেয়ে ভুক্তভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং রাঙামাটি জেলা পুলিশ ও পুলিশ সুপারকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।
মো: নাজমুল হোসেন ইমন/nme

