টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৫, ২০২৫

টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু


নিজস্ব প্রতিনিধি, গাজীপুর:

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে ট্রেনের ধাক্কায় নুর ইসলাম (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।


প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে জয়দেবপুর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের উত্তর পাশে মোবাইলে ভিডিও করছিলেন নুর ইসলাম। এসময় ঢাকাগামী ৫০ নম্বর বলাকা কমিউটার ট্রেন এসে তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।


ধাক্কায় তার ডান হাত থেতলে যায় এবং মাথায় মারাত্মক আঘাত লাগে। স্থানীয়রা দ্রুত তাকে ভ্যানযোগে গাজীপুর সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তিনি মারা যান।


নিহত নুর ইসলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার সলপ গ্রামের শামসুল হক ও কোহিনুর বেগমের ছেলে।


রেলওয়ে পুলিশ জানায়, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান।



Post Top Ad

Responsive Ads Here