রাঙামাটিতে অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও সমবায় সমিতির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
সম্প্রীতি ও ঐক্য বজায় রাখতে রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও পার্বত্য যান্ত্রিক পরিবহন বহুমুখী সমবায় সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন রাঙামাটি জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। তিনি বলেন, “রাঙামাটি আমাদের সবার। এখানে পাহাড়ি-বাঙালি ভেদাভেদ নেই, আছি আমরা সবাই রাঙামাটিবাসী। কোনো গুজব কিংবা উসকানি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারবে না। সাধারণ মানুষ পুলিশকে সহযোগিতা করলে রাঙামাটিকে বাংলাদেশের সম্প্রীতির মডেল জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও আহ্বান জানান—কোনো গুজব বা সন্দেহজনক কার্যকলাপ দেখলে দেরি না করে সাথে সাথে রাঙামাটি জেলা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন।