বিশ্ব পর্যটন দিবসে এ বছরের প্রতিপাদ্য: ‘টেকসই উন্নয়নে পর্যটন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

বিশ্ব পর্যটন দিবসে এ বছরের প্রতিপাদ্য: ‘টেকসই উন্নয়নে পর্যটন

 ’

বিশ্ব পর্যটন দিবসে এ বছরের প্রতিপাদ্য: ‘টেকসই উন্নয়নে পর্যটন
বিশ্ব পর্যটন দিবসে এ বছরের প্রতিপাদ্য: ‘টেকসই উন্নয়নে পর্যটন

মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস ২০২৫। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (টঘডঞঙ) ঘোষিত এ বছরের প্রতিপাদ্য— “টেকসই উন্নয়নে পর্যটন”।


দিবসটি উপলক্ষে এক বাণীতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “পর্যটন খাতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় দেশ। তরুণ প্রজন্মকে এ শিল্পের বিকাশে এগিয়ে আসতে হবে।”


তিনি আরও বলেন, বিশ্বজুড়ে পর্যটন এখন টেকসই উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজ করছে। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নেও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পর্যটন শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


ড. ইউনূসের মতে, পর্যটনের বিকাশে একদিকে পর্যটন অঞ্চলগুলোর সার্বিক উন্নয়ন ঘটছে, অন্যদিকে স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতি ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়ছে। ফলে জাতিসংঘ ঘোষিত প্রতিপাদ্য ‘টেকসই উন্নয়নে পর্যটন’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।


১৯৮০ সাল থেকে জাতিসংঘ ঘোষিত এ দিবসটি সব সদস্য দেশ যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে। বাংলাদেশেও দিনটি ঘিরে নানা কর্মসূচি হাতে নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ট্যুরিস্ট পুলিশসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান।


এ বিষয়ে রাঙামাটি জেলা পরিষদের সদস্য ও পর্যটন আহ্বায়ক মো. হাবিব আজম বলেন, “রাঙামাটির পর্যটন খাতে উন্নয়নের জন্য আমরা ঝুলন্ত সেতুর পাশে ওয়াশরুম নির্মাণ শুরু করেছি। ভাসমান দোকানপাট একটি নির্দিষ্ট সেটে স্থানান্তরের ব্যবস্থা করছি। ক্যাবল কার চালুরও পরিকল্পনা রয়েছে। তবে বাজেট খুবই সীমিত। আলাদা বরাদ্দ পেলে রাঙামাটির সম্ভাবনাময় পর্যটন খাতে ব্যাপক উন্নয়ন সম্ভব।”



Post Top Ad

Responsive Ads Here