সালথায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

সালথায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

সালথায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সালথায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত


শরিফুল হাসান, সালথা (ফরিদপুর):

ফরিদপুরের সালথায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় সালথা থানা হলরুমে এ সভার আয়োজন করে থানা প্রশাসন।


সভায় সভাপতিত্ব করেন সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান। তিনি বলেন, “দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। এ উৎসবকে ঘিরে কোনো প্রকার অশান্তি বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করবে।”


মতবিনিময় সভায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এর মধ্যে ছিলেন—বিএনপির সালথা উপজেলা শাখার সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার,সালথা প্রেসক্লাব সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান,জামায়াতে ইসলামী উপজেলা আমীর মাওলানা আবুল ফজল মুরাদ,উলামা বিভাগের সভাপতি মাওলানা মিকাইল ইসলাম,এ্যাডভোকেট জাহিদুল ইসলাম লাভলু (বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক),বাংলাদেশ খেলাফত মজলিস সভাপতি মুফতি মো. মফিজুর রহমান,ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সভাপতি মো. হাবিবুর রহমান ও যুগ্ম সম্পাদক ক্বারী সাইফুল ইসলাম।


এছাড়া ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজনরা সভায় অংশগ্রহণ করেন।


বক্তারা পূজা মণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতকরণ, সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের টহল বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবক নিয়োগের ওপর জোর দেন। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়—প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে,স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক মনিটরিং করবে,যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে কঠোর নজরদারি থাকবে,সালথা থানা প্রশাসনের আয়োজিত এ সভায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর চিত্র ফুটে ওঠে।



Post Top Ad

Responsive Ads Here