সালথায় অটোভ্যানে পূজামণ্ডপ পরিদর্শন করলেন শামা ওবায়েদ
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে তিনি অটোভ্যানে করে মাঝারদিয়া ইউনিয়নের হরিনা পূজামণ্ডপে যান। এরপর ব্যক্তিগত গাড়িতে করে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার অন্তত ২০টি পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় মন্দির কমিটির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পূজামণ্ডপ পরিদর্শন শেষে শামা ওবায়েদ বলেন, বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। হিন্দু-মুসলিম ভেদাভেদ নয়, সবাইকে সমান চোখে দেখা হয়। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে অশুভ চক্র অপতৎপরতা চালাতে পারে। তাই মন্দিরগুলোতে সতর্ক থাকতে হবে। এ জন্য বিএনপির নেতাকর্মীরা ২৪ ঘণ্টা পাহারায় থাকবেন, যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, সালথায় উন্নয়ন চাইলে সব ধরনের অপকর্ম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলখোরামী, থানায় দালালি ও দপ্তরে ঘুরাঘুরি বন্ধ করতে হবে। জনগণের পাশে থাকতে হবে। তিনি আরও বলেন, “আমি বেঁচে থাকতে নির্বাচনী এলাকায় কাউকে অনৈতিক কাজে জড়াতে দেব না।”
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে শামা ওবায়েদ বলেন, শুধু পূজা নয়, যেকোনো প্রয়োজনে তিনি পাশে থাকবেন। তিনি স্মরণ করিয়ে দেন, তার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান সারাজীবন হিন্দু সম্প্রদায়ের সঙ্গে ছিলেন এবং আমৃত্যু তাদের পাশে থেকেছেন। তাই তারও অঙ্গীকার থাকবে, সম্প্রীতি রক্ষা করে সকলের পাশে থাকার।
পূজামণ্ডপ পরিদর্শনে শামা ওবায়েদের সঙ্গে ছিলেন—সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সিনিয়র সহসভাপতি শাহিন মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপি নেতা জাহিদ হোসেন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিএনপি নেতা মুরাদুর রহমান, আব্দুর মাতুব্বর, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম ও রেজাউল ইসলাম রাজ প্রমুখ।