ফরিদপুরে বাস ভাড়া কম নেওয়ার প্রতিবাদে অটোরিকশা চালকদের আন্দোলন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫

ফরিদপুরে বাস ভাড়া কম নেওয়ার প্রতিবাদে অটোরিকশা চালকদের আন্দোলন

ফরিদপুরে বাস ভাড়া কম নেওয়ার প্রতিবাদে অটোরিকশা চালকদের আন্দোলন
ফরিদপুরে বাস ভাড়া কম নেওয়ার প্রতিবাদে অটোরিকশা চালকদের আন্দোলন



নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালীতে সম্প্রতি চালু হওয়া রাজবাড়ী-মধুখালী রুটের বাস ভাড়া নিয়ে সংকটে পড়েছেন অটোরিকশা ও ইজিবাইক চালকরা। তাদের অভিযোগ, বাস কর্তৃপক্ষ সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়া নিচ্ছে। এতে যাত্রীরা অটোরিকশা ও ইজিবাইকের পরিবর্তে বাসে যাতায়াত করছেন, ফলে চালকদের জীবিকা ঝুঁকির মুখে পড়েছে।


শনিবার দুপুরে মধুখালী বাজার চৌরাস্তায় অটোরিকশা মালিক-শ্রমিকরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। সেখানে তারা অভিযোগ করেন, সরকারের নিয়ম অনুযায়ী প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫০ পয়সা। সেই হিসাবে মধুখালী থেকে জামালপুর পর্যন্ত ১০ কিলোমিটারের ভাড়া দাঁড়ায় ২৫ টাকা। কিন্তু বর্তমানে ওই পথে বাসে ভাড়া নেওয়া হচ্ছে মাত্র ১৫ টাকা। এতে যাত্রী সংকটে পড়ছেন তারা।


চালকদের দাবি, সরকার নির্ধারিত ভাড়া কার্যকর না করা হলে আন্দোলন চালিয়ে যেতে তারা বাধ্য হবেন। নিয়ম অনুযায়ী ভাড়া নিলে তাদের কোনো আপত্তি থাকবে না।


উল্লেখ্য, দীর্ঘ ১৩ বছর পর গত ২৩ সেপ্টেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে জামালপুর হয়ে মধুখালী পর্যন্ত পুনরায় বাস চলাচল শুরু হয়। ২০১২ সালে সড়কের বেহাল দশা ও যাত্রী সংকটের কারণে এ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এরপর থেকে রুটটি মাহেন্দ্র ও ব্যাটারিচালিত ইজিবাইকের দখলে চলে যায়।


বর্তমানে বালিয়াকান্দি বাসস্ট্যান্ড থেকে জামালপুর হয়ে মধুখালী পর্যন্ত ২০ কিলোমিটার দূরত্বের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। আর বালিয়াকান্দি থেকে জামালপুর পর্যন্ত ভাড়া ধরা হয়েছে ১৫ টাকা।


এই ভাড়া বৈষম্যের প্রতিবাদে রোববারও অটোরিকশা চালকরা কাফনের কাপড় মাথায় বেঁধে মধুখালী বাজার চৌরাস্তা অবরোধ করেন। এসময় বক্তব্য দেন মধুখালী বাজার চৌরাস্তা অটো-ইজিবাইক মালিক সমিতির সভাপতি সাগর মাহমুদ, সাধারণ সম্পাদক ওমর বিশ্বাস, সহসভাপতি ছবদুল শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।


Post Top Ad

Responsive Ads Here