ফরিদপুরের ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫

ফরিদপুরের ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু

 

ফরিদপুরের ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু

ফরিদপুর অফিস:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুবায়ের শেখ (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সোয়া আটটার দিকে চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুবায়ের শেখ একই গ্রামের মাজেদ শেখের ছেলে।


চুমুরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে—বাড়ির বিদ্যুতের বোর্ডটি আগেই বিদ্যুতায়িত হয়ে ছিল। আলো জ্বালানোর জন্য সুইচ চাপতে গেলে শর্টসার্কিট হয়ে জুবায়ের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া আটটার দিকে তার মৃত্যু হয়।


ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের বলেন, “কিশোরকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তবে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।”


ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, পরিবার কোনো অভিযোগ না করায় মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।



Post Top Ad

Responsive Ads Here