ডেঙ্গু আক্রান্ত হয়ে ফরিদপুরে প্রথম মৃত্যুর ঘটনা, হাসপাতালে ভর্তি ৩২ জন
নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৫ বছর বয়সী আসমা আক্তার ওরফে মুন্নি মারা গেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চলতি বছর ফরিদপুরে ডেঙ্গুতে এটাই প্রথম মৃত্যুর ঘটনা।
আসমা আক্তার ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লায় ভাড়া থাকতেন, তবে তার মূল বাড়ি চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চিতাডাঙ্গী গ্রামে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তথ্যানুসারে, জেলায় এ পর্যন্ত সাড়ে ৪শ’ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৩২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
আসমা আক্তার ২৮ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন এবং পরের দিন রাত সাড়ে ১১টার দিকে মারা যান। ফরিদপুর সিভিল সার্জন মো. মাহমুদুল হাসান বলেন, “গত ২৪ ঘণ্টায় ১২ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সাড়ে ৪শ’ ছাড়িয়েছে। তবে এ বছর এটি প্রথম মৃত্যু।”
সিভিল সার্জন সবাইকে সতর্ক থাকার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। রোগীদের তৎপর চিকিৎসা এবং জীবাণু নিয়ন্ত্রণের ব্যবস্থা জোরদার করা হয়েছে।