কাপ্তাই হ্রদে নৌকাডুবি: সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে উদ্ধার অভিযান সফল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ০৩, ২০২৫

কাপ্তাই হ্রদে নৌকাডুবি: সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে উদ্ধার অভিযান সফল

 

কাপ্তাই হ্রদে নৌকাডুবি: সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে উদ্ধার অভিযান সফল
কাপ্তাই হ্রদে নৌকাডুবি: সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে উদ্ধার অভিযান সফল


মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

রাঙামাটির কাপ্তাই হ্রদে ঝড়ো হাওয়ার কারণে একাধিক নৌকা ডুবে যাওয়ার ঘটনায় সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে সফল উদ্ধার অভিযান পরিচালিত হয়েছে।


গত ৩০ সেপ্টেম্বর রাতে আকস্মিক ঝড়ো হাওয়ায় লংগদু অঞ্চলের বিএফডিসি ঘাট, ভাইবোনছড়া, লংগদু লঞ্চঘাট, গুইলশাখালি বিল ও ভাসান্যাদম এলাকায় কয়েকটি নৌকা ডুবে যায়। খবর পেয়ে মাত্র ১৫ মিনিটের মধ্যে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।


এ ঘটনায় প্রাথমিকভাবে ৫ জন নিখোঁজ হন। সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপ ও অক্লান্ত প্রচেষ্টায় ওই রাতেই ২ জনকে জীবিত, ১ শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। পরদিন (১ অক্টোবর) সকালে আরও ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।


অন্যদিকে একই রাতে নানিয়ারচরের মহাজনপাড়ায় আরও একটি নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় থাকা ৬ জনের মধ্যে ৪ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দুই যুবক—ডেনিজেন চাকমা ও জিতেশ চাকমা—এখনও নিখোঁজ রয়েছেন। সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।


আইএসপিআর জানিয়েছে, সেনাবাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের তাৎক্ষণিক উদ্যোগ এবং সমন্বিত প্রচেষ্টার কারণে দুর্ঘটনার পর দ্রুত কার্যকর উদ্ধার অভিযান সম্ভব হয়েছে। সেনাবাহিনী কেবল নিরাপত্তা নয়, মানবিক দায়িত্ব পালনে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


Post Top Ad

Responsive Ads Here