খাগড়াছড়িতে ইউপিডিএফ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ০৩, ২০২৫

খাগড়াছড়িতে ইউপিডিএফ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

 

খাগড়াছড়িতে ইউপিডিএফ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
খাগড়াছড়িতে ইউপিডিএফ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

খাগড়াছড়িতে ইউপিডিএফ সন্ত্রাসীদের গ্রেফতার ও সংগঠন নিষিদ্ধ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতিক সময়ে পাহাড়ে সশস্ত্র ইউপিডিএফ সন্ত্রাসীরা সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালানো, মসজিদে অগ্নিসংযোগ, দোকানপাট লুটপাট এবং সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেওয়ার মতো ঘটনায় স্থানীয়রা উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন।


পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ ও যুব পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।


সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের (পিসিএনপি) চেয়ারম্যান কাজী মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন এডভোকেট পারভেজ তালুকদার, পিসিসিপি সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস, সাধারণ সম্পাদক হাবীব আজম, যুব পরিষদের সভাপতি এডভোকেট নূর হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট আফসার রনি, বান্দরবান জেলা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দসহ অন্যান্যরা।


প্রধান অতিথির বক্তব্যে কাজী মজিবর রহমান বলেন, “পাহাড়ে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে। বিদেশি শক্তির মদদে ইউপিডিএফসহ বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা অশান্তি সৃষ্টি করছে। রাষ্ট্রের দৃঢ় পদক্ষেপ ও জনগণের ঐক্যের কাছে এসব সন্ত্রাস কখনো সফল হবে না।” তিনি অবিলম্বে প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান।


বক্তারা অভিযোগ করেন, ধর্ষণের মতো সংবেদনশীল বিষয়কে ঘিরে মিথ্যা নাটক সাজিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। অথচ মেডিকেল রিপোর্ট ও ডিএনএ পরীক্ষায় এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন প্রমাণিত হয়েছে।


সমাবেশ থেকে ৫ দফা দাবি তুলে ধরা হয়—

১) ইউপিডিএফসহ সব সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন অবিলম্বে নিষিদ্ধ করা।

২) প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পুনঃপ্রতিষ্ঠা করে পাহাড়ে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা।

৩) সাধারণ মানুষের ওপর হামলা, লুটপাট ও মসজিদে অগ্নিসংযোগকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

৪) পাহাড়ের সকল মানুষের সাংবিধানিক মৌলিক অধিকার নিশ্চিত করা।

৫) সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি ও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া।


বক্তারা আরও বলেন, রাষ্ট্র যদি দ্রুত পদক্ষেপ না নেয় তবে পাহাড়ের শান্তিপ্রিয় মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।





Post Top Ad

Responsive Ads Here