প্রায় ৬৬ ভরি স্বর্ণসহ বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ অপারেটর আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫

প্রায় ৬৬ ভরি স্বর্ণসহ বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ অপারেটর আটক

 

প্রায় ৬৬ ভরি স্বর্ণসহ বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ অপারেটর আটক
প্রায় ৬৬ ভরি স্বর্ণসহ বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ অপারেটর আটক

মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৬৬ ভরি (৭৬১ গ্রাম) স্বর্ণালংকারসহ দুইজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটককৃতরা হলেন— মো. কবির হোসেন (৫৩) ও কুদ্দুছ (৪১)। এর মধ্যে কবির হোসেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বোর্ডিং ব্রিজ অপারেটর হিসেবে কর্মরত।


ঘটনাটি ঘটেছে শুক্রবার (১০ অক্টোবর) রাত ২টা ২২ মিনিটে। বিমানবন্দরের বহির্গমন ১ নম্বর টার্মিনালের ৩ নম্বর গ্লাস গেটের সামনে মো. কবির হোসেন কুদ্দুছের হাতে একটি ছোট ব্যাগ তুলে দেন। উপস্থিত যাত্রীরা বিষয়টি সন্দেহজনক মনে করলে গোলযোগ সৃষ্টি হয়। খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদের জন্য টার্মিনালে নিয়ে আসে।


তল্লাশিকালে তিনটি নীল রঙের ছোট ব্যাগের ভেতর থেকে চারটি স্বর্ণের বারসহ বিভিন্ন স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় ৭৬১ গ্রাম (প্রায় ৬৫.২ ভরি) বলে জানিয়েছে পুলিশ।


জিজ্ঞাসাবাদে জানা যায়, স্বর্ণালংকারগুলো বিদেশ থেকে আগত যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা হচ্ছিল। আটকরা বিমানবন্দরে অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের রিসিভার হিসেবে কাজ করছিলেন।


এ বিষয়ে বিমানবন্দর সূত্র জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।


এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “আমরা নিয়মিতভাবে বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধে অভিযান পরিচালনা করছি। বিমানবন্দর ব্যবহার করে স্বর্ণ চোরাচালান বন্ধে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।”



Post Top Ad

Responsive Ads Here