![]() |
লক্ষ্মীপুরে সেনা সদস্যের স্ত্রী ও মেয়েকে গলা কেটে হত্যা, ৩০ ভরি স্বর্ণালংকার লুট |
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে এক মর্মান্তিক হত্যাকাণ্ডে সাবেক সেনা সদস্যের স্ত্রী ও কলেজপড়ুয়া মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর খানবাড়িতে এই ভয়াবহ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— জুলেখা বেগম (৫৫) ও তার মেয়ে তানহা আক্তার মীম (১৯)। নিহত জুলেখার স্বামী মিজানুর রহমান মিজান বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং বর্তমানে রামগঞ্জের সোনাপুর বাজারে “মিজান ক্রোকারিজ” নামে ব্যবসা পরিচালনা করছেন। মীম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়ির পুরুষ সদস্যরা সবাই বাজারে ছিলেন। সেই সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে মা ও মেয়েকে নির্মমভাবে জবাই করে হত্যা করে। পরে ঘরের আলমারি ভেঙে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
রাত ৮টার পর বাজার থেকে বাড়ি ফিরে পরিবারের সদস্যরা ঘরের মেঝেতে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। মুহূর্তেই এলাকায় নেমে আসে শোক ও আতঙ্কের ছায়া।
স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন বলেন, “এটা খুব ভয়াবহ ঘটনা। মা-মেয়েকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুরো এলাকায় এখন আতঙ্ক বিরাজ করছে।”
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বলেন, “দুটি হত্যাকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর ঘাতকরা স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী লুট করেছে। তদন্ত চলছে, খুব দ্রুতই অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
এর আগে গত ১৩ মে একই ইউনিয়নের কালুপুর গ্রামে ক্বারী সাহেবের বাড়িতে তাজিয়া বেগম (৬৫) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছিল। পরপর এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।